যুক্তরাষ্ট্রের আদলে ড্রোন তৈরি করছে ভারত

মারণাস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য ড্রোন তৈরি করেছে ভারত। এর সঙ্গেই যুক্ত থাকবে ছোট্ট মিসাইল। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে যে, এটা এতটাই শক্তিধর যে কিছুক্ষণের মধ্যে শত্রুর ট্যাঙ্কও উড়িয়ে দিতে পারে।

Islami Bank

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ধরনের ড্রোন তৈরি করতে পারে। তবে এবার সেনার মেক-২ প্রকল্পের আওতায় একটি বেসরকারি কোম্পানি এই সশস্ত্র ড্রোন তৈরি করেছে।

আরও পড়ুন: দাম বেড়ে সোনার ভরি লাখ ছুঁইছুঁই

খবরে বলা হয়েছে, সেনার সঙ্গে সমণ্বয় রেখে ৩০-৪০টি কোম্পানি ভারতে এই ধরনের ড্রোন তৈরি করছে। সেনার প্রয়োজন অনুসারে এই ড্রোন তৈরি করা হবে। এর সঙ্গে ১০-১২ কেজি ওজনের একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যুক্ত থাকবে। প্রায় ১৫-২০ কিমি দূরে গিয়ে এটি হামলা করতে পারবে।

ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেনান্ট জেনারেল বিএস রাজু এই ড্রোন তৈরির বিষয়ে পার্লামেন্টের একটি কমিটির কাছে জানিয়েছেন। তিনি বলেন, আমরা এমন ড্রোন তৈরি করেছি যেটা মিসাইল দিয়ে ১৫-২০ কিমি দূরে থাকা একটি ট্য়াঙ্ককেও উড়িয়ে দিতে পারে।

one pherma

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মূলত ছোট ও মাঝারি সাইজের এই ড্রোন তৈরি করা হচ্ছে। এতে খরচ কম পড়লেও কার্যকারিতা বাড়বে।প্রাথমিকভাবে ৫০০টি এই ধরনের সশস্ত্র ড্রোন প্রথম দফায় কেনা হবে।

শাহরুখ-নয়নতারার ভিডিও ফাঁস

কীভাবে এটি হামলা চালাবে?
প্রথমে ড্রোনটি শত্রুদের সম্পর্কে খবর সংগ্রহ করবে। তারপর সেটি গ্রাউন্ড স্টেশনে খবর পাঠাবে। তারপরই টার্গেটকে নিশানা করবে মিসাইল। হামলা চালিয়ে ফিরে আসবে ড্রোনটি।

মূলত এটি যুক্তরাষ্ট্রের সশস্ত্র ড্রোন এমকিউ-৯ এর আদলে তৈরি করা হচ্ছে। তবে মার্কিন ড্রোনগুলো সাইজে কিছুটা বড় আর ভারতের ড্রোনগুলো ছোট।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us