ভোলার চরফ্যাশন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসাছাত্রসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সামনের সড়কে ও উপজেলার শশীভূষণ থানাধীন কলমি ইউনিয়নের আঞ্জুরহাট চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো সিয়াম (১৫) ও জিহাদ (১৪) নামে দুই মাদ্রাসাছাত্র এবং কামরুল মুন্সী (২১)।
আরও পড়ুন… উত্তরায় বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নিহত সিয়াম ভোলা সদর উপজেলার ঘুইংগার হাট এলাকার মো. মনির হোসেনের ছেলে এবং নিহত ট্রাক্টরচালক কামরুল মুন্সী চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মুন্সীর ছেলে। নিহত জিহাদ ও আহত সিফাত চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, মো. সিয়াম ও জিহাদ বাইসাইকেল চালিয়ে চরফ্যাশন বাজারের দিকে যাচ্ছিল। সাইকেলের পেছনে সিফাত বসেছিল।
ঘটনাস্থলে সাইকেলটির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লেগে সাইকেল থেকে সিয়াম ও সিফাত সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত সিফাত ও জিহাদকে বরিশাল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায়ই মারা যায় জিহাদ।
আরও পড়ুন… কারখানায় ইফতার খাওয়ার পর ৩ শ্রমিকের মৃত্যু
অন্যদিকে শশীভূষণ থানা পুলিশের ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, আঞ্জুরহার বাজার থেকে শশীভূষণ বাজারে ট্রাক্টর নিয়ে আসছিলেন চালক কামরুল । পথে চৌমুহনী বাজার এলাকায় সড়ক থেকে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়লে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান কামরুল।
ইবাংলা/এইচআর/১৭ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.