মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির  বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করে।

Islami Bank

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে  বিভিন্ন পরিমানে কয়েক ধরনের মাদক জব্দ করা হয়।

এ সময়   ৮৮৪ গ্রাম  হেরোইন, ১ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশি মদ, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা, ৬২ বোতল ফেন্সিডিল ও ২১ কেজি ৫৫৫ গ্রাম ৪৬৫ পুরিয়া গাঁজা  জব্দ করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

one pherma

গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  সংশ্লিষ্ট  থানায় ৯৭টি মামলা হয়েছে।

ইবাংলা/টিপি/ ২ নভেম্বর, ২০২১

 

Contact Us