জয়ের আশা জাগিয়েও হারল পাকিস্তান

লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামের ম্যাচটিতে শেষ বল পর্যন্ত জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখেছিল স্বাগতিকরা, যার কেন্দ্রে ছিল ইফতিখারের ঝড়ো ব্যাটিং। কিন্তু ইনিংসের শেষ ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত জয়ের স্বাদ পেল কিউইরা। হারের কিনারে থেকে ইফতিখার ঝড় থামিয়ে নিউজিল্যান্ডের জয় ৪ রানে।

গতকাল (সোমবার) লাহোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ১৬৪ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ১৫৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানের নাটকীয় জয় নিশ্চিত হয় সফরকারীদের।

আরও পড়ুন>> ‘বিলম্বে’ চলছে ট্রেনে দ্বিতীয় দিনের ঈদযাত্রা

উল্লেখ্য, প্রথম দুই ম্যাচে জেতায় পাঁচ ম্যাচ সিরিজে বাবর আজমের দল এখনও ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

এদিকে গতকালের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে কিছুটা দেখেশুনেই খেলতে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। যার ধারাবাহিকতায় বাওয়েসের উইকেট হারিয়ে পাওয়ার-প্লেতে মাত্র ৩৫ রান তুলে কিউইরা। এরপর ড্যারিল মিচেলকে সঙ্গী করে রানের গতি বাড়াতে মনোযোগ দেন টম ল্যাথাম।

সবশেষ এই দুই কিউই ব্যাটারে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ২৬ বলে ৩৩ রান করেন মিচেল। আর নিউজিল্যান্ড অধিনায়কের ব্যাট থেকে আসে ৬৪ রান।

আরও পড়ুন>> মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ হতে পারে ২২ এপ্রিল

পাকিস্তানের হয়ে ৩১ রান খরচে ২ উইকেট নেন হারিস রউফ। আর নিজের পঞ্চাশতম টি-টোয়েন্টি ম্যাচে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন শাহিন আফ্রিদি।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ১৭ রানের মধ্যে হারায় পাকিস্তান। বাবর ৬ বলে ১ আর রিজওয়ান ১০ বলে করেন ৬ রান। এরপর মিডল অর্ডার ব্যাটাররাও ব্যর্থ হন।

সবশেষ ৮৮ রানে ৭ উইকেট হারানো দলটিকে জয়ের আশা দেখান ইফতিখার আহমেদ। কিন্তু ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ৬ আর তৃতীয় বলে চার মেরে লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনাকে আলোর মুখ দেখাতে পারেননি তিনি। ফলে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে এই দুই দল।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us