বঙ্গভনকে প্রস্তুত করা হয়েছে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বরণ ও তার শপথ অনুষ্ঠানের জন্য। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
আরও পড়ুন…দেশের একজন সফল রাষ্ট্রনায়কের বিদায় যেভাবে
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ২৪ এপ্রিল সকাল ১১টায় নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নেওয়ার পর মোঃ আবদুল হামিদের বিদায় অনুষ্ঠান দুপুর সাড়ে ১২টায় শুরু হবে।
জানা গেছে, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কয়েকশ অতিথি উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠান শেষে দুপুরে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন ত্যাগ করবেন। এরইমধ্যে বঙ্গভবন থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্র স্থানান্তর করা হয়েছে। এরপর সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন। পরদিন মঙ্গলবার সকালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে।
এর আগে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পাবনার সন্তান মো. সাহাবুদ্দিনের জন্ম ১৯৪৯ সালে। ছাত্রজীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন।
বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। পরবর্তীতে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন…দরিদ্র জনগোষ্ঠীর পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর আহ্বান
দেশের ২১তম ও বিদায়ি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে প্রস্তুত বঙ্গভবন। টানা দুিই মেয়াদে পাঁচ বছর করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তিনি বলেন, ‘এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে এত বড় বিদায় দেওয়া হচ্ছে। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিল দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হবে।’
ইবাংলা/টিএইচকে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.