নরওয়ের ১০ কূটনীতিককে মস্কো ছাড়ার নির্দেশ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ

নরওয়ে দূতাবাসের ১০ জন কূটনীতিককে অবিলম্বে মস্কো ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

Islami Bank

আরও পড়ুন… জেলেনস্কির সঙ্গে শি জিনপিংয়ের ফোনালাপ

মন্ত্রণালয়ের মুখপাত্র রাগনহিল্ড সিমেনস্টাড বলেন, নরওয়ের রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসে ১০ জন কূটনীতিক রাশিয়ায় থাকার যোগ্য নন। কূটনীতিকদের অবশ্যই অল্প সময়ের মধ্যে রাশিয়া ত্যাগ করতে হবে। গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি রুশ দূতাবাসের ১৫ কর্মীকে বরখাস্ত করে অসলো। মুখপাত্রের রাগনহিল্ডের মতে, রাশিয়া প্রতিশোধের জেরেই এখন নরওয়ের কূটনীতিকদের বরখাস্ত করেছে।

১৫ রুশ কূটনীতিককে বরখাস্তের জেরে বুধবার নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে শক্ত প্রতিবাদ জানায় মস্কো। নিজেদের কূটনীতিক বরখাস্তে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তলানির দিকে নিয়ে যাবে বলে উল্লেখ করেছে রাশিয়া। এ ঘটনায় নরওয়ে জানিয়ে, রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে এটি প্রতিশোধমূলক পদক্ষেপ। রুশ কর্তৃপক্ষ ভালো করেই জানেন, আমাদের কূটনীতিকরা তাদের নিজেদের স্বাভাবিক কাজটিই করে যাচ্ছেন।

one pherma

আরও পড়ুন… পশ্চিমবঙ্গসহ ভারতেও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর বিশ্বের অধিকাংশ দেশ এর বিরুদ্ধে যায়। যুদ্ধের কারণে ইউক্রেনের মিত্র দেশগুলো বিভিন্ন কারণ দেখিয়ে অনেক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। পাল্টা প্রতিক্রিয়া মস্কোয় থাকা অনেক কূটনীতিককেও বহিষ্কার করে রুশ কর্তৃপক্ষ।

ইবাংলা/এইচআর/২৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us