গাজীপুরে কারখানার গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ১৫

গাজীপুরের কোনাবাড়িতে নীট মন্ডল গ্রুপের একটি পোশাক কারখানায় গ্যাসের লাইন বিস্ফোরণে ১৫ জন দগ্ধ হয়েছেন।

Islami Bank

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল (ঢামেক) ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: দেশের শ্রমজীবী-পেশাজীবী মানুষের জীবনমান আরো উন্নত হোক

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন সুপার ভাইজার সবুর, লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম, কাটিং মাস্টার আসলাম আলী, ক্লিনার ফজলুর, নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া, পথচারী মো. সোহেল ও আলমগীর।

one pherma

ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন- তৌসিফ, আরিফ, আবুল হোসেন, রাকিব, রাশেদ, রফিকুল ও বাবুল।

আরও পড়ুন:কোয়েলের জন্যই বলিউডে সুযোগ পেয়েছিলেন কঙ্গনা

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণ হয়। এই ঘটনায় আহতদের ঢামেক ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us