মেসির ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস!

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ক্লাব ক্যারিয়ার যেন আচমকা এক অনিশ্চয়তার মোড়ে এসে দাঁড়িয়েছে। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করছেন না তিনি। যে কারণে দীর্ঘদিন ধরেই গুঞ্জন, পিএসজি ছাড়তে পারেন মেসি।

Islami Bank

এবার বলা যায় সেই শঙ্কাই সত্যি হলো। চলতি মৌসুম শেষেই ফরাসি ক্লাবটি ছাড়বেন মেসি। বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপিয়ান দলবদলের খবরের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমেরো।

আরও পড়ুন>> আমাদের রাজনীতি এখনো হিংসামুক্ত হয়নি: ওবায়দুল কাদের

নতুন কোন ক্লাবের সঙ্গে মেসি চুক্তিবদ্ধ হবেন তা এখনো নিশ্চিত নয়। তবে, ধারণা করা হচ্ছে পুরনো ক্লাব বার্সেলোনাতেই ফিরবেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, মেসি স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় গেলেও সেখানে কেবল এক বছর খেলবেন তিনি।

one pherma

বার্সায় এক বছর খেলে সৌদি ক্লাব আল হিলালে যাবেন মেসি। শুধু তিনি একা নন, বার্সার দুই তারকা ফুটবলার সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবারও মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার গুঞ্জন রয়েছে। মেসি যদি সৌদি ক্লাবে যোগ দেন তাহলে আবারো একই লিগে দেখা যাবে মেসি-রোনালদোকে।

এদিকে মেসিকে পুনরায় পেতে মরিয়া বার্সাও। বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে দলে নেয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সীমাবদ্ধতাই বড় চ্যালেঞ্জ কাতালান ক্লাবটির জন্য। মেসির সঙ্গে চুক্তি করতে হলে বার্সাকে অন্তত ২০ কোটি ইউরো বেতন ভাতা কমাতে হবে। তবে এক্ষেত্রে কী হবে সেটা ভবিষ্যৎই বলে দেবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us