শ্রীপুরে গাঁজাসহ নারী প্রতারক ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস এম জহিরুল ইসলাম,গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে ভুয়া প্রতারক চক্রের মূল হোতা ও মাদক সম্রাজ্ঞী নারীকে আটক করেছে পুলিশ। দুই কেজি গাঁজাসহ সুইটি আক্তার লিমা (৫৮) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শ্রীপুর থানার মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক মোঃ রেজাউল করিম।

Islami Bank

আরও পড়ুন>>>বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

মঙ্গলবার (০৯ মে) বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার হাকিম পাগলার বাড়ি থেকে ওই নারীকে আটক করেন।

আটকৃত সুইটি আক্তার লিমা ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি গ্রামের মৃত শুভ মিয়ার স্ত্রী। তিনি গাঁজা বিক্রির উদ্দেশ্যে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার এলাকার হাকিম পাগলার বাড়িতে থাকেন।

শ্রীপুর থানাধীন মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক মোঃ রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার হাকিম পাগলের বাড়িতে অভিযান চালানো হয়।

one pherma

এ সময় সুইটি আক্তার লীমা নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানাধীন মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস.আই) মোঃ মিন্টু মিয়া জানান, আটকৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

আরও পড়ুন>>>ফটোশুটের কথা বলে তরুণীকে স্টুডিওতে নিয়ে ধর্ষণ

তাকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এছাড়াও সুইটি আক্তার লিমা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা ও উচ্চ পর্যায়ের নেত্রী বলে ভুয়া পরিচয়ে জালিয়াতি ও প্রতারণা করতেন।

ইবাংলা/ টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us