‘মোখা’ সুপার সাইক্লোনে রূপ নিতে পারে

‘মোখা’ সুপার সাইক্লোনে রূপ নেবে, এমন পূর্বাভাসের কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২০ থেকে ২৩২ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

ইবাংলা ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। রূপ নিতে পারে সুপার সাইক্লোনে। এমন পূর্বাভাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বুধবার (১০ মে) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় ইস্যুতে অনুষ্ঠিত এক সভার শুরুতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

Islami Bank

আরও পড়ুন>>>৫৫৫ বাংলাদেশিকে সুদান থেকে জেদ্দা নেওয়া হচ্ছে 

ডা. এনামুর রহমান বলেন, এটা সুপার সাইক্লোনে রূপ নেবে, এমন পূর্বাভাস দেওয়া হয়েছে আমাদের। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২০ থেকে ২৩২ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

প্রতিমন্ত্রী আরো বলেন, গতকাল সন্ধ্যায় এটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, এখন এটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থায় আছে। আগামীকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ১৩ মে সন্ধ্যা থেকে ১৪ মে সকালের মধ্যে এটি আঘাত হানার পূর্বাভাস পাওয়া গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া বিভাগ এই পূর্বাভাস দিয়েছে।

one pherma

‘তাদের দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে আমরা দেখেছি, এটি এখন উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উপকূল থেকে এখনো গড়ে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

এটি ১৩ মে নাগাদ উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে এবং কক্সবাজার জেলা ও মিয়ানমারের ওপর দিয়ে আঘাত হানবে। আঘাতের সময় এটির গতিবেগ ধারণা করা হচ্ছে ১৮০ থেকে ২২০ কিলোমিটার।

এই পূর্বাভাস অনুসারে আমরা প্রস্তুতি নিচ্ছি। কক্সবাজার ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি,’ বলেন প্রতিমন্ত্রী।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us