থানায় জিডি করে ফেরার পথে বাদীকে মারধর
অবৈধ রাস্তা নির্মান ও প্রান নাশের হুমকি দেওয়ায় সাহেব আলী নামের একজন থানায় জিডি করে বাড়ি ফেরায় তাকে বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনায় জমি দখল করে অবৈধ রাস্তা নির্মান ও প্রান নাশের হুমকি দেওয়ায় সাহেব আলী নামের একজন থানায় জিডি করে বাড়ি ফেরায় তাকে বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় সাবেব আলী বামনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত সাহেব আলী জানান, বামনা সদর ইউনিয়নের মধ্যে আমতলী গ্রামের মকফের বয়াতির ছেলে মিলন বয়াতি, আ: রশিদের ছেলে নয়া মিয়া, মৃত আ: মজিদের ছেলে শামসু মিয়া,মৃত মোহাম্মাদ বয়াতির ছেলে মো: মোখলেছ, মৃত নুরুল হক খলিফার ছেলে জয়নাল আবেদী ও পনু জোমাদ্দারের ছেলে কবির হোসেনের সহিত পূর্ব থেকে আমার জমি জমা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে।
আরও পড়ুন>>>সারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ
তারই ধারাবাহিকতায় ঘটনার দিন গত ৮ ই মে ২০২৩ ইং তারিখ দুপুর অনুমান ১২ ঘটিকার সময় আমার বাড়ির উঠানে বসিয়া উল্লেখিত বিবাধীগন অহেতুক আমার সাথে তর্ক বিতর্ক করিয়া অকথ্য বাসায় গালি গালাজ করিতে থাকে।
তখন আমি ও আমার ভাই আইউব আলী প্রতি উত্তর করিলে উল্লেখিত সকল বিবাধীরা আমাদেরকে এলোপাতাড়ি কিল ঘুশি মারিয়া শরীলের বিভিন্নস্থানে ফুলা জখম করে। তখন বিবাধীরা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
পরবর্তীতে আমি থানায় এসে এ বিষয়ে জিডি করিয়া আবার বাসায় ফেরার পথে আমাকে আবারও বিবাধীরা মারধর করেন। বর্তমানে আমি বামনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছি।
ভূক্তভোগী আইউব আলী গাজি জানান, বামনা উপজেলা সদরের মধ্যে আমতলীতে বসত ভিটার জমি দখল করে অবৈধ ভাবে রাস্তা নির্মান করেছে । বুধবার দুপুরে জোরপূর্বক এ রাস্তা অবৈধ ভাবে রাস্তা নির্মান করেন প্রতিপক্ষ মোখলেস গং।
পরে ওসির নির্দেশে থানা পুলিশের সহযোগিতায় শালিক বৈঠকের প্রস্তাবের আগেই তারা অবৈধভাবে এ রাস্তা তৈরির চেষ্টা করেছে। এ ঘটনায় কবির হোসেন ওরফে ইন কবির প্রতিপক্ষের মদদদাতা হিসেবে কাজ করেন।
আরও পড়ুন>>>ঘূর্ণিঝড় মোখায় ৮-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর আইউব আলী,আশ্রাব আলী,শাহাব আলী,হিম্মত আলী, আলী,হযরত আলী ও মহব্বত আলী গংদের ওয়ারিশর মালিকানা জমা-জমির বসত ভিটার জমি জোর পূর্বক ক্ষমতা দাপট দেখিয়ে রাস্তা নির্মান করেছে একই গ্রামের মোখলেস, নয়া মিয়া, মিলন বয়াতি,শাহজাহান,শামসু,কবিরসহ ২০/২৫ জনের একদল এ রাস্তা নির্মান করেন।
সাহাব আলী গাজী অভিযোগ করে বলেন, স্থানীয় শালিসদের মোটা অংকের টাকা বিনিময়ে ম্যানেজ করে পক্ষপাতি করে এ জমি থেকে রাস্তা নির্মানের সহযোগিতা করার অভিযোগ করেন। এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় বামনা থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইবাংলা/আই এইচ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.