শ্রীপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল লিচু বিতরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি ছাতির বাজার এলাকায় জামিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে মৌসুমী ফল লিচু বিতরণ করা হয়েছে।

Islami Bank

শনিবার (১৩ মে) দুপুরে ভোজন শেষে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে লিচু বিতরণ করা হয়।

আরও পড়ুন…থানায় জিডি করে ফেরার পথে বাদীকে মারধর

এর আগে প্রতিষ্ঠানের বাৎসরিক ছবক ইফতেতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য ওলামায়ে দ্বীন পীরে কামেল শাইখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান (হাফেজ্জী হুজুর)।

one pherma

এছাড়াও দাওয়াতে ইসলাম গাজীপুরের বিভিন্ন আলেম ওলামারা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের হাতে লিচু তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান, ব্রাক ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর আলম সোহেলসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন।

আরও পড়ুন…‘মোখা’র প্রভাবে তলিয়ে যাবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মোঃ আনোয়ারুল ইসলাম আপেল শিক্ষার্থীদের মধ্যে মৌসুমী ফলের পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করেন, এবং মনযোগ সহকারে লেখাপড়া করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

ইবাংলা/বায়েজীদ/১৩ মে/ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us