বিএনপি নেতাদের চিন্তাশক্তি নিঃশেষ হয়ে গেছে: হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন- শেখ হাসিনা তার আইডল, তার মেয়েদেরও আইডল। যাদের বুদ্ধি, শ্রবণ ও দৃষ্টিশক্তির সঙ্গে বোধশক্তি আছে তারা এগুলো বুঝতে পারে। কিন্তু বিএনপি নেতারা এগুলো বুঝতে পারেন না। তাদের চোখ-কানের মতো চিন্তাশক্তিও নিঃশেষ হয়ে গেছে।

Islami Bank

শুক্রবার চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সেশন ওপেনিং সেরিমনি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন>>  ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় যুক্তরাষ্ট্র

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি অত্যন্ত সফলভাবে জাপান, যুক্তরাষ্ট্র ও ইউকে সফর করেছেন। যে বিশ্বব্যাংক পদ্মাসেতু ইস্যুতে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারাই এখন ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব করেছে। জাপান বিভিন্ন প্রকল্পে ৩০ বিলিয়ন ইয়েন সাহায্য করবে।

one pherma

তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে দীর্ঘদিন ফেলে রাখা গাড়ি স্টার্ট দেওয়ার মতো। বিএনপি দলটাই তো বসে গেছে। তারা মাঝে মধ্যে আন্দোলন-কর্মসূচি দেয় যেন জং ধরে না যায়।

এ সময় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us