হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা সচল হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পুনরায় ফ্লাইট ওঠানামা শুরু হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন>> জুনেই আনুষ্ঠানিক বিচ্ছেদ: সানাই
বিমানবন্দর সূত্র জানায়, প্রথমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেটের ফ্লাইট ৬টা ৩২ মিনিটে অবতরণ করে। এরপর অপেক্ষায় থাকা মালে, কুয়ালালামপুর ও গালফ এয়ারের বাহরাইন ফ্লাইট অবতরণ করে। অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইট ওঠানামা করছে।
উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেট, মালদ্বীপ ও কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইট অবতরণ করতে চাইলেও তাদের আকাশে চক্কর দিতে বলা হয়। এক ঘণ্টা পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট ওঠানামা সচল হয়।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.