লখনৌকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই

অনিশ্চয়তায় ভরপুর আইপিএলে যেন নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। বল হাতে শুরু থেকেই লখনৌকে চাপে রেখেছিল রোহিত শর্মার দল। বিশেষ করে এদিন যেন ভয়ঙ্কর হয়ে উঠলেন আকাশ মাধওয়াল।

মুম্বাইয়ের ডানহাতি এ পেসার ৫ রানেই তুলে নিলেন ৫ উইকেট। দাপুটে জয়ে লখনৌকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো মুম্বাই।

আরও পড়ুন>> বাবা হলেন নায়ক রোশান

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের বুধবার (২৪ মে) রাতের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮২ রানের সংগ্রহ গড়ে মুম্বাই। যে রানে মূল অবদান ক্যামেরন গ্রিনের ৪১ আর সূর্যকুমার যাদবের ৩৩। লখনৌর হয়ে ৩৮ রানে ৪ উইকেট নেন নাভিন উল হক।

১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মাধওয়ালের শিকার হয়ে ফেরেন লখনৌ ওপেনার প্রেরাক মানকড়। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ক্রুনাল পান্ডিয়ার দল।

মাধওয়ালের পেস-তোপ আর একের পর এক রানআউটে কাটা পড়ে ১৬.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় লখনৌ। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে এলিমিনেটর থেকে বিদায় নিল দলটি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us