আইপিএলের ফাইনালে বৃষ্টির হানা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়েছে বৃষ্টি। এতে ম্যাচ শুরুর সময় ১০ মিনিট পেছানো হতে পারে।

Islami Bank

রোববার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাট টাইটান্স। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত আটটায়। আর টস হওয়ার কথা ছিল সাড়ে সাতটায়।

তবে তার আগেই আহমেদাবাদের কালো আকাশে বৃষ্টি ঝড়তে শুরু করেছে। এরই মধ্যে মাঠের মূল অংশটি সাদা কার্পেটে ঢেকে ফেলা হয়েছে। ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য এখন বৃষ্টি কখন থামবে সেদিকে তাকিয়ে থাকতে হবে দু’দলের সমর্থকদের।

এদিকে শিরোপা নির্ধারণী ম্যাচে উভয় দলই সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। প্রথম কোয়ালিফায়ায়ে গুজরাটকে হারিয়েছে চেন্নাই। ফলে দল অপরিবর্তিত রাখতে পারেন অধিনায়ক ধোনি। সাধারণত ফাইনালে যেকোনো মূল্যে রদবদল এড়াতে চান তিনি।

আরও পড়ুন>> পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটিকে বাচসাস’র বয়কট

তবে কোনো খেলোয়াড় আনফিট হলে বদল আসতে পারে। সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার পরিবর্তন হবে। আগে বোলিং করলে মাথিশা পাথিরানা দলে থাকবেন। আর প্রথমে ব্যাট করলে শিবম দুবে কিংবা আম্বাতি রায়ডু থাকবেন।

one pherma

অন্যদিকে পান্ডিয়া কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামতে চান। তার দলটি বেশ ভারসাম্যপূর্ণ। তাদের কাছে প্রচুর বিকল্প রয়েছে। আগে বোলিং পেলে জশ লিটলকে প্লেয়িং ইলেভেনে রাখবেন। আর প্রথমে ব্যাটিং করলে শুভমন গিলকে একাদশে আনবেন তিনি। এছাড়া দলে আর কোনো পরিবর্তন আসবে না।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, আম্বাতি রায়ডু, মইন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা।

ইমপ্যাক্ট প্লেয়ার – মাথিশা পাথিরানা।

গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি ও মোহিত শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- জশ লিটল।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us