ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার মুকুটে যুক্ত হলো নতুন পালক। চলতি বছর এনিয়ে ৫টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরো। সোমবার (২৯ মে) যে অত্যাধুনিক স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে সেটির নাম এনভিএস-০১। জিএসএলভি-এফ১২ রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয়েছে এটি।
সোমবার সকাল ১১টার সময় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এফ১২ রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয় এনভিএস-০১ স্যাটেলাইটটি। এই স্যাটেলাইট ভারতের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী বদল আনতে পারে বলে এক খবরে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আরও পড়ুন>> সরকারের লাফালাফি থেমে গেছে: ফখরুল
জানা গেছে, এই স্যাটেলাইট সিস্টেমের সাহায্যে বিমান চলাচলে বিশেষ সুবিধা মিলবে। বিমানের গতিপথ নিয়ন্ত্রণ, দিকনির্দেশ, সময় নির্ধারণের মতো জটিল বিষয়গুলোর ক্ষেত্রে সাহায্য করবে এনভিএস-০১। এই স্যাটেলাইটকে দ্বিতীয় প্রজন্মের বলা হচ্ছে। ভারত ও তার আশেপাশের ১৫০০ কিলোমিটার অঞ্চলের তথ্য সংগ্রহ করে বিমান চলাচলে সাহায্য করতে পারবে এই স্যাটেলাইট।
নির্দিষ্ট কক্ষপথে সৌরশক্তির সাহায্যে পৃথিব প্রদক্ষিণ করবে দ্বিতীয় এনভিএস-০১ স্যাটেলাইট। এছাড়া এতে লিথিয়াম-আয়ন ব্যাটারি আছে। যা থেকে ২.৪ কিলোভোল্ট শক্তি উৎপন্ন করতে সক্ষম এনভিএস-০১। ১২ বছর এই স্যাটেলাইটটি মহাকাশে ঘুরে ঘুরে নিজের কাজ করে যেতে পারবে বলে আশাবাদী ভারতের বিজ্ঞানীরা।
উৎক্ষেপণের ২০ মিনিট পর প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ জিএসএলভি-এফ১২ রকেটটি সফলভাবে এনভিএস-০১ স্যাটেলাইটকে ভূপৃষ্ঠ থেকে ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করে। স্যাটেলাইটটির ওজন ২২৩২ কেজি।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.