বাজেটত্তোর যেসব পণ্যের দাম বাড়তে পারে!

ইবাংলা ডেস্ক

এবারের (২০২৩-২৪ অর্থবছরের) প্রস্তাবিত বাজেটের আকার হতে যাচ্ছে প্রায় ৮ লাখ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে এ বাজেটে কর হার ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। এতে বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে। এসব পণ্য ও পণ্যের উপকরণে শুল্ক বাড়ানো এবং ভ্যাট বসানোর ঘোষণা থাকছে এই বাজেটে।

আরও পড়ুন>>স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট জনগোষ্ঠী গড়ব: প্রধানমন্ত্রী

আমদানি করা মোবাইল ফোন, সিগারেট, জর্দা-গুল, খেজুর ও বিদেশি টাইলসসহ প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, বাসমতি চাল, চশমা, কাজু বাদাম, মাইক্রোওয়েভ ওভেন, আরও কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে।
আগেই এমন আভাস দিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর ও জাতীয় রাজস্ব বোর্ড।

অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর জানায়, প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালি সামগ্রীর দাম বাড়তে পারে। এসব পণ্যে বর্তমানে ৫ শতাংশ ভ্যাট কার্যকর আছে। আগামী বাজেটে তা বাড়িয়ে ৭ শতাংশ হতে পারে। আর তা বাড়লে বাজারে বেশ প্রভাব পড়তে পারে।

অ্যালুমিনিয়ামের তৈরি গৃহস্থালি সামগ্রী ও তৈজসপত্রে (হাড়ি-পাতিল, থালা-বাসন) ভ্যাট বাড়ানো হচ্ছে রলে সূত্র জানায়। শুল্ক বাড়তে পারে মোবাইল আমদানিতেও।

আরও পড়ুন>>ঢাকায় রোসা কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো শুরু হচ্ছে ৮ জুন

বাজেটে সব ধরনের ওভেন আমদানির শুল্ক ৩০ শতাংশ বাড়িয়ে মোট করহার ৮৯ দশমিক ৩২ শতাংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বিদেশি ওভেনের দাম বাড়তে পারে। অবশ্য দেশে ওভেন উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়া আছে। ফলে বিদেশি ওভেনের দাম বাড়লেও দেশি ওভেনের দামের ওপরে প্রভাব নাও পরতে পারে।

স্থানীয় উৎপাদনকে সুরক্ষা দিতে এবং আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়ানো হচ্ছে কাজু বাদামে। কাজু বাদাম আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৩ শতাংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের ফল ও বাদামের আমদানিতে শুল্ক বাড়ানোর পরিকল্পনায় সামনে এসব পণ্যের দাম বাড়তে পারে এই অর্থ বছরে।
ইবাংলা/ বাসিএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us