ঢাবির ভর্তি পরীক্ষা: ২৫ সিটের বিপরীতে পাস ১০ জনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘ব্যবসা শাখায়’ বরাদ্দ ২৫ সিটের বিপরীতে পাস করেছে ১০ জন। অর্থাৎ বরাদ্দকৃত আসনের ১৫টি আসনের ভর্তিযোগ্য শিক্ষার্থী পায়নি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন>> দেশে ১২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

সোমবার (৫ জুন) দুপুর ১টায় এ ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এ বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক ৬১ শতাংশ এবং মোট পাস করেছে ১১ হাজার ১০৯ জন।

এ ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে। কিন্তু বাণিজ্য বিভাগের ২৫টি আসনের বিপরীতে পাস করে ১০ জন পরীক্ষার্থী। অর্থাৎ মোট বরাদ্দের ১৫টি আসনই ফাঁকা রয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us