পরীর পক্ষ নিয়ে যা বললেন অপু

সম্প্রতি আবারও বিচ্ছেদের পথে হাঁটছেন এসময়ের আলোচিত-সমালোচিত তারকা দম্পতি পরীমণি-রাজ।

Islami Bank

তাদের প্রসঙ্গ টেনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে অপু বিশ্বাস বলেছেন, ‘পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

তিনি বলেন, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

আরও পড়ুন: শিগগিরই আসছে জিৎ এর ‘বস-৩’

one pherma

এ সময় পরীর উদ্দেশে অপু বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু কর, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’

প্রসঙ্গত, ২৯ মে রাতে রাজের ফোন থেকে তিন নায়িকা ও তার ভিডিও ফাঁসের ঘটনার পরই ভাঙনের পথে রাজ-পরীর সংসার।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us