বিএনপি-জামায়াতকে দিয়ে এসব কথা বলিয়েছে: তথ্যমন্ত্রী

জামায়াতের সমাবেশ থেকে যেভাবে আস্ফালন করা হয়েছে তা আসলে জামায়াতের বক্তব্য নয়, বিএনপির বক্তব্য। ২০১৪ সালে যেভাবে নির্বাচন প্রতিহত করতে গিয়ে শত-শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সেটারই ইঙ্গিত দিয়েছে তারা।

Islami Bank

বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রধান শরিক হচ্ছে জামায়াত। বিএনপি-জামায়াতকে দিয়ে এসব কথা বলিয়েছে বলে মন্ত্যব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: বিসিসি নির্বাচন: বরিশালে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

রোববার (১১ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

one pherma

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের পুনরাবৃত্তি করতে দেবে না। তাদের সুযোগ দিলে যে তারা কী করতে পারে, সেটি গতকাল তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে। এটি পরিষ্কার করারও প্রয়োজন ছিল। জামায়াত যেহেতু এখনও নিষিদ্ধ হয়নি, তারা রাজনৈতিক দল হিসেবে সমাবেশের জন্য আবেদন করেছিল, সেজন্য তাদের অনুমতি দেওয়া হয়েছে। তবে জামায়াতের যে বক্তব্য এটি আসলে বিএনপিরও বক্তব্য।

আরও পড়ুন:দেশে মাথাপিছু আয় ২৭৬৫ মার্কিন ডলার

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, যেকোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তাদের সভা-সমাবেশ করার অধিকার থাকে না। যেকোনো রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হয়, তারা সভা-সমাবেশ করার অধিকার রাখে।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us