তাসকিনের অপেক্ষায় টাইগার কোচ হাথুরুসিংহে

খেলাধুলা ডেস্ক: ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি তাসকিন আহমেদ। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এমনকি পুনর্বাসন প্রক্রিয়া শেষে নিজেকে বেশ ভালোভাবেই প্রস্তুত করেছেন। এখন আফগান টেস্টে তাকে দলে পেতে অপেক্ষায় রয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-২০তে খেলার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন তাসকিন। এরপর সুস্থ হওয়ার জন্য দিন কয়েক সময় পেলেও চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি। যে কারণে বাদ পড়েন আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ থেকেও।

আরও পড়ুন>> জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

এদিকে চোটের ঝুঁকি এড়াতে দীর্ঘ পরিসরের ক্রিকেটেই তাসকিনকে না খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্টের। এমনকি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খুব প্রয়োজন না হলে, তাসকিনকে না খেলানোরই কথা। মূলত দলের সঙ্গে রেখে পরিচর্যা করার জন্যই তাকে (তাসকিন) স্কোয়াডে রাখা হয়েছে।

তবে আফগানদের বিপক্ষে সফরের একমাত্র টেস্টের আগে তাসকিন তৈরী বলে জানিয়েছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তাসকিন আসলে সত্যি খুব খুব ভালো অনুশীলন করেছে পুর্নবাসনের সময়টাতে। সে সেরা অবস্থায় আছে যেটা আমরা দেখেছি। যদি আমরা তাকে খেলাতে চাই, তাহলে সে তৈরি আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখবো।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us