ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংর্ঘষে ৩ জন নিহত

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জনেরও বেশি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার আলোকবালী মেঘজানপুরে আধিপত্য বিস্তার নিয়ে আবুল খায়ের ও রিপন মোল্লার মধ্যে এ সংঘর্ষ হয়।

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় গুলিবিদ্ধ হয়ে খোরশেদা বেগম, আমির হোসেন ও আশরাফুল নামের তিন ব্যক্তি নিহত হয়ন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৫জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

গুলিবিদ্ধরা আলোকবালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দীপুর কর্মী-সমর্থক। দেলোয়ার এবারও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তাঁর প্রতিপক্ষ হিসেবে পরিচিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহর সমর্থকদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা লোকজন জানান, আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সঙ্গে আসাদুল্লাহর দ্বন্দ্ব দীর্ঘদিনের। কিছুদিন পরপরই দুই পক্ষের সমর্থকেরা টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ইই

Contact Us