উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি: রাষ্ট্রপতি

‘উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

Islami Bank

বৃহস্পতিবার (১৫ জুন) বঙ্গভবনে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন।

আরও পড়ুন>> দেশে মজুত গ্যাসে চলবে ১০ বছর: জ্বালানি প্রতিমন্ত্রী

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

one pherma

এ সময় রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করুন। দুর্নীতি দমনে কমিশনকে অনুসন্ধান ও তদন্তের কাজ আরও দ্রুততার সঙ্গে শেষ করতে হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দুদককে শক্তিশালী করতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক, সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং বঙ্গভবনের সচিবগণও উপস্থিত ছিলেন।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us