আলোচনা ও বিরোধিতায় প্রস্তুত উ.কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও বিরোধিতা দুটোর জন্যই প্রস্তুত তার দেশ। বিশেষ করে নিজ দেশের সম্মান ও উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের যেকোন হুমকি মোকাবিলার জন্য সবাইকে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
এর আগে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার বিষয়টি উড়িয়ে দেন কিম। তবে ক্ষমতা গ্রহণের পর এবারই সরাসরি বাইডেন সরকার সম্পর্কে মন্তব্য করেছেন তিনি।
পিয়ংইয়ংয়ে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির চলমান সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কোরিয়ান উপদ্বীপে যেকোন হস্তক্ষেপ রুখে দেবে তার দেশ।
এর আগে মার্কিন নির্বাচনের আগে বাইডেনকে ডাকাত বলে সম্বোধন করেন কিম। আর এপ্রিলে কিমকে বিশ্ব গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ই বাংলা/ আইএইচ/ ১৮ জুন, ২০২১