সিএসইতে ৫৩০ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের শেয়ারবাজারে বুধবার (২১ জুন) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়ে ৫৩০ কোটি টাকা ছাড়িয়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন>> রাসিক-সিসিক নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৪টি কোম্পানির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত আছে ১৮১টির।

ডিএসইতে মোট ৬৩০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত আছে ৮৬টির। দিন শেষে সিএসইতে ৫৩০ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২০ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us