হজের আনুষ্ঠানিকতা রোববার থেকে শুরু

ইসলামের পঞ্চম স্তম্ভ হজের বার্ষিক আনুষ্ঠানিক কার্যক্রম রোববার থেকে শুরু হবে। সারা বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এ হজ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Islami Bank

করোনাভাইরাস মহামারি সৌদি কর্তৃপক্ষকে এ হজ আয়োজনের আকার কমাতে বাধ্য করার পর এটিই হবে সবচেয়ে বড় হজ অনুষ্ঠান।

আরও পড়ুন>> সৌদি পৌঁছেছেন এক লাখ ১৭ হাজার হজযাত্রী

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৯ লাখ ২৬ হাজারের বেশি মানুষ হজ পালন করেছেন। এর আগের বছর প্রায় ৫৯ হাজার জন হজ পালন করেছেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেন।

one pherma

এবার কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেয়া হয়েছে এবং বয়সের সীমা বাতিল করা হয়েছে। এতে এবারের হজ অনুষ্ঠানে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম হজ পালনে মক্কায় সমবেত হবেন বলে অশা করা হচ্ছে।

জীবনে একবার সব ধর্মপ্রাণ মুসলমান মক্কায় হজ পালনের আকাঙ্খা লালন করেন। এছাড়া সামর্থবানদের অবশ্যই জীবনে একবার হজ পালনের বিধান রয়েছে। তবে অমুসলিমদের এ অনুষ্ঠানে যোগ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us