চলতি বছরই রূপপুর বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে উদ্বোধন করা হবে।

Islami Bank

শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন>> ঈদের বাজারে জাল নোট চিনবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের শুরুতে ইউরেনিয়াম আসবে। ঐ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন ও পরীক্ষামূলক জ্বালানি সংযোগ দেওয়া হবে।

one pherma

তিনি আরো বলেন, বৈশ্বিক যুদ্ধ বাস্তবতায় দেশে মাঝেমধ্যে বিদ্যুৎ সংকট দেখা দেয়। তবে আমরা সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছি। দেশ এখন শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায়।

ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর হবে না বলেও আশা প্রকাশ করেন স্থপতি ইয়াফেস ওসমান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us