খেলাধুলা ডেস্ক: কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনার দীর্ঘ তিন যুগের স্বপ্ন পূরণ হয়েছে। সেই সাথে পূর্ণতা পেয়েছে কিংবদন্তী লিওনেল মেসির ক্যারিয়ার। এরপর থেকেই মাঠের খেলায় দুর্দান্ত সময় পার করছে আলবিসেলেস্তেরা। প্রীতি ম্যাচে সম্প্রতি এশিয়া সফরে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। এদিকে কনমেবল আয়োজিত টুর্নামেন্টেও সিনিয়রদের মতই দুর্দান্ত পারফরম্যান্স করছে জুনিয়ররা। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ড্র করে সেমিফাইনালে ভেনেজুয়েলাকে প্রতিপক্ষ হিসেবে পায় তারা। শনিবার এ ম্যাচে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে এখন ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টাইন যুবারা।
লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আয়োজন করেছে অনূর্ধ্ব-১৭ ফুটসাল ফুটবলের। এ টুর্নামেন্টে এখনো পর্যন্ত দুরন্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টাইন যুবারা। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে জয়ী হলে সম্ভাবনা ছিল শীর্ষে থেকে সেমিতে যাওয়ার। তবে এ আসরে উড়তে থাকা ব্রাজিলকে ভালোভাবেই সামলিয়েছে তারা, ১-১ গোলে ড্র করায় ফাইনালে ওঠার লড়াইয়ে ভেনেজুয়েলাকে প্রতিপক্ষ হিসেবে পায় তারা।
আরও পড়ুন>> প্রথম ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, অংশ নেবে ৩২ দল
শনিবার রাতে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণে নামে আলবিসেলেস্তে যুবারা। রক্ষণ ফাঁকি দিয়ে গোলপোস্ট লক্ষ্য করে বেশ কয়েকবার শট নিলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। প্রতিপক্ষ গোলরক্ষকের নৈপুণ্যেই বার বার বঞ্চিত হতে হয় আর্জেন্টাইন যুবাদের। ফলে প্রথমার্ধ্ব গোল শূন্য কাটলেও দ্বিতীয়ার্ধ্বে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা।
একেভেরিয়ার দারুণ এক হেডে প্রথম গোলের দেখা মেলে যুবাদের। এরপর একে একে আরও তিনবার লক্ষ্যভেদ করতে সমর্থ্য হয় তারা যাতে দুই গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মন্তেরস। ভেনেজুয়েলা কোনো গোল করতে না পারায় শেষ পর্যন্ত বনিনোর গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এ জয়ে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা আয়োজিত ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। আর শিরোপা জয়ের লড়াইয়ে শেষ ম্যাচে আরও একবার দক্ষিণ আমেরিকান ক্লাসিক লড়াই দেখার দ্বারপ্রান্তে ভক্ত-সমর্থকরা। কেননা একই দিনে কলম্বিয়াকে ৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াইয়ে কার হাতে ওঠে শিরোপা, এবার তাই দেখার অপেক্ষায় সমর্থকরা।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.