ইউক্রেন ন্যাটোকে শক্তিশালী করবে: জেলেনস্কি

ভিলনিয়াসে এক বক্তৃতায় ন্যাটোতে ইউক্রেনের যোগদানের জন্য ন্যাটো জোটের কাছে জোর দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার মঙ্গলবার (১১ জুলাই) তিনি এ দাবি জানান।

Islami Bank

বখমুতের মূল যুদ্ধক্ষেত্র থেকে ইউক্রেনের সেনাবাহিনীর পতাকা উত্তোলনের আগে লিথুয়ানিয়ান প্রেসিডেন্ট গিটানাস নওসেদার পাশে দাঁড়িয়ে জেলেনস্কি বলেন, ‘ন্যাটো ইউক্রেনকে নিরাপত্তা দেবে, ইউক্রেন ন্যাটোকে আরও শক্তিশালী করবে।’

আরও পড়ুন>> ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম চালু

বাখমুত একটি পূর্ব ইউক্রেনীয় শহর যা একসময় লবণ-খনি এবং ঝকঝকে ওয়াইনের জন্য পরিচিত ছিল। বাখমুত যুদ্ধের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধে শহরটি মাটিতে মিশে গেছে।

one pherma

জেলেনস্কি বলেন, ‘বাখমুত ইউরোপে স্বাধীনতার জন্য সবচেয়ে নির্ধারিত যুদ্ধের একটি, এবং এভাবেই আমাদের সন্তান এবং নাতি-নাতনিরা এটিকে মনে রাখবে’।
জেলেনস্কি ন্যাটো সদস্যদের তার দেশকে জোটে আনার জন্য একটি সুস্পষ্ট সময় সূচির জন্য চাপ দিয়েছেন, এমনকি তিনি যুদ্ধ শেষ হওয়ার আগে ইউক্রেনের যোগদানের আশা করেন না।

জেলেনস্কি আরও বলেন, ‘আজ আমি এখানে ন্যাটোর প্রতি বিশ্বাস করি, ন্যাটো দ্বিধা করবে না এবং সময় নষ্ট করে না। আমি চাই এই বিশ্বাসটি আত্মবিশ্বাসে পরিণত হোক আমাদের প্রাপ্য সমাধানগুলোর প্রতি আস্থা রাখতে চাই।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us