রাশিয়ার গবেষণা কাজে নিয়োজিত একটি নৌযান আটক করেছে ডেনমার্ক। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কোপেনহেগেনে নিয়োজিত রাশিয়ার দূতাবাস এই অভিযোগ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ দূতাবাস কর্মকর্তাকে উদ্ধৃত করে রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, নৌযানটিতে ৬১ জন আরোহী ছিলেন।
দূতাবাসের দাবি, নৌযানে রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর শিরশভ ইন্সটিটিউট অব ওশেনোলজির বিশেষজ্ঞরা ছিলেন। স্কাগেনে রিফুয়েলিংয়ের সময় ১ নভেম্বর এটিকে ডেনিশ কর্তৃপক্ষ আটক করেছে।
রুশ দূতাবাস আরও জানায়, আকাডেমিক লফে নামের নৌযানটিকে আটক করা হয়েছে তৃতীয় পক্ষের অভিযোগের ভিত্তিতে। এতে রাশিয়ার পতাকা ছিল এবং রুশ ফেডারেশন এর মালিক।
এই বিষয়ে ডেনমার্কের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানা যায়নি।
ইবাংলা/এএমখান/০৪ নভেম্বর, ২০২১