সৌদি আরবে অসংখ্য শক্তিশালী ড্রোন রফতানি করবে তুরস্ক। এ বিষয়ে তুর্কি ড্রোন নির্মাতা কোম্পানি বায়কার দেশটির ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার এ কোম্পানিটির জেনারেল ম্যানেজার হালুক বায়রাক্তার টুইট করে বলেছেন, ‘তুরস্কের ড্রোন নির্মাতা কোম্পানি বায়কার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি চুক্তি স্বাক্ষর করেছে। তারা এ চুক্তির আওতায় আকিঞ্জি নামের শক্তিশালী যুদ্ধড্রোন নির্মাণ করবে।’
এ বিষয়ে বায়কার এক বিবৃতিতে বলেছে, এ চুক্তিটিতে স্বাক্ষর করেছেন সৌদির উপ-প্রতিরক্ষামন্ত্রী হালিদ বিন হুসেইন এল বায়ারি ও বায়রাকতার।
আরও পড়ুন>> সৌম্যর অলরাউন্ড নৈপুণ্য ও জয়ের সেঞ্চুরিতে সেমিতে বাংলাদশ
তুর্কি ড্রোন নির্মাতা কোম্পানিটি জানিয়েছে, ‘সৌদি সেনাবাহিনীর (বিভিন্ন সামরিক সরঞ্জামের) অন্তর্ভুক্ত হবে আকিঞ্জি যুদ্ধড্রোন। এছাড়া তুরস্কের বায়কার কোম্পানি সৌদিকে ওই ড্রোনের প্রযুক্তিগত, লজিস্টিক ও প্রশিক্ষণ সেবা প্রদান করবে।’
তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী সময়ে দুই দেশের মধ্যে ড্রোনের (সামরিক) প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনে সহযোগিতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে।’
এ বিষয়ে বায়রাকতার জানিয়েছে, ‘এই সামরিক সহযোগিতার লক্ষ্য শুধুমাত্র দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা নয়। এটা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তিতেও অবদান রাখবে।’
উল্লেখ্য, এ শক্তিশালী আকিঞ্জি যুদ্ধড্রোনটি মোট চারটি ন্যাটোভুক্ত দেশে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ইইউ-এর দু’টি সদস্য দেশের সেনারা এটা ব্যবহার করে।
সূত্র : আনাদোলু এজেন্সি
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.