ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘পাতালঘর’

একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুনাম কুড়িয়েছে ‘পাতালঘর’ সিনেমাটি। আগামী ২৭ জুলাই দেশের মুক্তি পাবে এই সিনেমাটি। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এটি।

Islami Bank

নুর ইমরান মিঠু পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুন-উর-রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা শিবলু, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাসসহ অনেকেই।

আরও পড়ুন>> আইএমফের হিসাবে রিজার্ভ এখন সাড়ে ২৩ বিলিয়ন ডলার

one pherma

সিনেমায় ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে, তার মায়ের চরিত্রে আছেন আফসানা মিমি। ক্যামেরার পেছনে কাজ করা সালাউদ্দিন লাভলু ও গিয়াসউদ্দিন সেলিম এবারই প্রথম একসঙ্গে সিনেমায় অভিনয় করলেন। সিনেমায় তারা দুই ভাই। বড় ভাই সালাউদ্দিন লাভলুর মেয়ের চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

‘পাতালঘর’ সিনেমাটি বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশনের সহযোগিতায় নির্মিত হয়েছে সিনেমাটি। আবু শাহেদ ইমনের সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশনের তাহরিমা খান।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us