ফেসবুকে ফেইক আইডি সৃজন করে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ষ্ট্যাটাস দেওয়ার পাশাপাশি সেগুলো যাচাই-বাছাই না করে দলের অতি সিনিয়র নেতা কর্তৃক প্রকাশ্যে সমালোচনার।
মাধ্যমে ব্যক্তি ভাবমূর্তি ক্ষুন্নের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি নিখিল কুমার চাকমা।
আরও পড়ুন…রপ্তানি ঋণের সুদহারের নতুন নীতিমালা
সম্প্রতি রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সহযোগি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাজী মূছা মাতব্বর নিখিল কুমার চাকমার প্রতি।
ইঙ্গিত করে বলেন,ওনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, এই লোকটি যখন প্রতারনা করে তখন হাসা ছাড়া আর কোনো উপায় থাকেনা।
ওনি ওনার ফেসবুকের নিজ আইডি থেকে তিনি ২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থীসহ প্রধানমন্ত্রীর পাশে ছবি দিয়ে ষ্ট্যাটাস দিয়েছেন। এই ছবিটার জন্যই আমি হা হা হা ষ্ট্যাটাস দিয়েছিলাম। অনেকেই আমার ষ্ট্যাটাস নিয়ে জানতে চেয়েছেন।
আরও পড়ুন…আ.লীগের সমাবেশে বাবুই-চড়ুই ছাড়া কেউ নেই: রিজভী
এদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের এই মন্তব্যের ব্যাপারে নিখিল কুমার চাকমা জানিয়েছেন, জেলা সেক্রেটারি যে আইডি নিয়ে বক্তব্য প্রদান করে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্ঠা করেছেন সেই আইডি আদৌ আমার নয়। আমি ফেসবুক আইডি চালাই না।
আমার ২৫ হাজার ফলোআর এর ফেসবুক পেইজ রয়েছে সেটিই আমি চালাই। মুঠোফোনে বক্তব্য প্রদানকালে নিখিল কুমার চাকমা বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আগামী মঙ্গলবার আমি রাঙামাটিতে আসবো এবং এই বিষয়ে বিস্তারিত জানাবো।
তিনি জানান বিগত ২৩ ফেব্রুয়ারী ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাঙামাটিতে শুভ আগমন উপলক্ষে শহীদ শুক্কুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর পিছনে দাড়ানো একটি ছবি এডিট করে এসব অপপ্রচার চালানো হচ্ছে। একটি মহল ভূয়া তথ্য ও ছবি দিয়ে।
আরও পড়ুন…গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। নিখিল কুমার চাকমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য তার নামে ভূয়া।
ফেইসবুক আইডি খুলে ছবি এডিট করে এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে।নিখিল কুমার চাকমা যেসব আইডি তার নামে খুলে সেখান থেকে বিভিন্ন তথ্য ও ছবি দিয়ে অপপ্রচার করছে সে আইডি তার নয় বলেও জানান।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক দল ও সুশৃঙ্খল সংগঠন। আমি যেহেতু জেলা আওয়ামীলীহের সহসভাপতি, আমার বিষয়ে যদি কোনো অভিযোগ সংগঠন।
আরও পড়ুন…আজ পবিত্র আশুরা
পায় তাহলে সর্বপ্রথম আমাকে বিষয়টি অবহিত করা বা নোটিশের মাধ্যমে জবাব চাইতে পারতো, দলীয়ভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, সেটাও তারা করলেন না।
এছাড়াও উক্ত আইডিটি আদৌ আমি চালাই কিনা সেটিও নিশ্চিত হওয়ার দরকার ছিলো। কিন্তু সাধারণ সম্পাদকের মতো দলীয় গুরুত্বপূর্ন একটি স্থানে অবস্থান করে কোনো প্রকার যাচাই-বাছাই না করে প্রকাশ্য দিবালোকে দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে আমার।
বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশনের মাধ্যমে আসলে আমার সম্মানহানির পাশাপাশি দলীয় সাধারণ নেতাকর্মীদের কাছে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যেই এমনটি করা হয়েছে বলে আমি মনে করছি।
আরও পড়ুন…বিকেলে নামছে মাঠে ব্রাজিল
অপর এক প্রশ্নের জবাবে নিখিল কুমার চাকমা নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমাকে অভিনন্দন জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব পালন করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন।
এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করবেন,কিন্তু এখন তাকে দলীয়ভাবে কোনটাসা এবং নেতাকর্মীদের কাছ থেকে দুরে রাখার জন্য একটি কুচক্রি মহল বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেছেন নিখিল কুমার চাকমা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.