দুই দিন পর বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপি দুই দিন পর আবারও নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রাজধানী রামপুরার চৌধুরীপাড়ায় আবুল হোটেলের সামনে সরকার পতনের এক দফা দাবিতে অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি এই কথা জানান।

এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন>>  রাজধানীতে বিএনপির গণমিছিল শুরু, ভোগান্তিতে সাধারণ মানুষ

এর আগে গণমিছিলপূর্ব সমাবেশে ফখরুল অভিযোগ করেন, গত দুটি নির্বাচনে আওয়ামী লীগ প্রহসনের ভোটের মাধ্যমে ক্ষমতায় গেছে। তবে এবার জনগণ সেই সুযোগ আর দেবে না। তিনি বলেন, এবার আর ভোটের নামে কোনো খেলা খেলতে দেওয়া হবে না। এজন্য সরকারকে মানে মানে সরে যেতে আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে কেরিক্যাচাল করে ২০১৪-২০১৮ সালের মতো আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। কিন্তু এবার আর জনগণ তা হতে দেবে না।’

শেখ হাসিনার পদত্যাগই বিএনপির একমাত্র দাবি উল্লেখ করে তিনি এই দাবির আওয়াজ গণভবন, বঙ্গভবনে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে এবার কোনো খেলা খেলতে দেওয়া হবে না। এবার লড়াই জীবনপণ লড়াই। এবারের আন্দোলনে সরকারের পতন করা হবে। মানে মানে সরে না গেলে রাজপথেই সরকার পতন ঘটানো হবে।’

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us