এবার ফাইজারের নতুন উদ্ভাবন ’প্যাক্সলোভিড’

আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনা মোকাবেলায় টিকা তৈরি এবং এর প্রায়োগিক সাফল্যের পর ফাইজার এবার করোনার ঔষধ তৈরি করেছে। করোনার কারনে অসুস্থতা ও মৃত্যু ঝুঁকি কমাতে করোনার এ ঔষধ ৮৯ শতাংশ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ক্লিনিক্যাল ট্রায়ালের পর সেবনযোগ্য প্যাক্সলোভিড নামের এই ঔষধের এমন ফল পাওয়া গেছে বলে শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়। ইতিবাচক ফলাফল পাওয়ায় এরই মধ্যে ঔষধটির ট্রায়াল বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি ব্যবহারের অনুমোদন পেতে ট্রায়ালের ফল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ সংস্থার কাছে পেশ করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও।

এদিকে প্রতিষ্ঠানটির ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের এ সাফল্যের পর কোম্পানিটির শেয়ারের দাম ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফাইজার পক্ষ থেকে এ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত না জানালেও শতকরা ২০ জনের ক্ষেত্রে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে বলে জানা গেছে।

তবে এরইমধ্যে ওষুধের কয়েক মিলিয়ন ডোজ পেতে ফাইজারের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে অনুমোদন পাওয়ার আগেই প্রতিষ্ঠানটির সঙ্গে এক চুক্তিতে আড়াই লাখ ডোজ নিশ্চিত করেছে যুক্তরাজ্য।

ইবাংলা/টিপি/ ৬ নভেম্বর, ২০২১

Contact Us