শুভেচ্ছা বিনিময় ছাড়াই ভারত-পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন

প্রথমবারের মতো স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বিনিময় ছাড়াই দিনটি উদযাপন করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত-পাকিস্তান। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়া পাকিস্তানে ১৪ আগস্ট, আর এর পরদিন ভারতে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সেই থেকে দেশ দুটি তাদের স্বাধীনতা দিবসে উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে থাকে।

Islami Bank

বুধবার (১৬ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন>> মেসির গোলেই লিগ কাপের ফাইনালে ইন্টার মিয়ামি

one pherma

পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শেষ কর্মদিবস ছিল গত ১৪ আগস্ট। বিদায়ী সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে কোনো শুভেচ্ছা বার্তা পায়নি। এ দিন আনোয়ারুল হক কাকার পাকিস্তানের অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনিও মোদির পথ অনুসরণ করে পরের দিন ভারতকে তাদের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাননি।

পাশাপাশি প্রতিবেশী দেশে নতুন সরকারপ্রধান ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানানোর প্রচলিত কূটনীতিক রীতিও ভঙ্গ করেছেন।

ইবাংলা/এসআরএস

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us