৩২৭ দিন পর মাঠে ফিরছেন ম্যাচসেরা বুমরাহ

ক্রীড়াঙ্গন ডেস্ক

সেই পুরোনো বুমরাই। দেখে বোঝার উপায় নেই ৩২৭ দিন পর মাঠে ফিরছেন যশপ্রীত বুমরা। প্রায় ১১ মাস পর মাঠে ফিরেই প্রথম ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন এই পেসার। ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। বুমরার ফেরার দিনে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডকে ২ রানে হারিয়েছে ভারত।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড তুলেছিল ২০ ওভারে ১৩৯ রান। জবাবে ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি না থামলে বৃষ্টি আইনে ২ রানের জয় পায় ভারত। রুতুরাজ গায়কোয়াড় ১৬ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। এই জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রান তুলেছিল আইরিশরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬ দশমিক ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত ৪৭ রান তুলতেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এরপর বৃষ্টি আর না থামলে বৃষ্টি আইনে ২ রানের জয় পায় ভারত। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

আরও পড়ুন…ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪৫০, হাসপাতালে ১৫৬৫

ভারতের হয়ে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন ২৯ বছর বয়সী এই পেসার। চোটের কারণে সবশেষ আইপিএলে মাঠেই নামতে পারেননি তারকা এই পেসার। পিঠে অস্ত্রোপচার করানোর পর লম্বা বিরতিতে যেতে হয় তাকে।

তবে সফল অস্ত্রোপচারের পর ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাসখানেক আগেই পুরোদমে অনুশীলন শুরু করেছিলেন বুমরাহ। মাঠে নেমে অনুশীলন ম্যাচ খেলতেও শুরু করেন তিনি। এরপর আয়ারল্যান্ড সিরিজে ফিরেছেন এই পেসার। শুধু জায়গাই পাননি, জাতীয় দলে বুমরাহ ফিরেন একদম অধিনায়ক হয়ে। ফেরার প্রথম পরীক্ষাতেই সফল হয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় আইরিশরা। ওপেনার অ্যান্ডি বালবির্নির পর তিনে নামা লরকান টাকারকেও ফিরিয়ে দেন বুমরাহ। তবে অন্যপ্রান্তে টিকে থাকা ওপেনার পল স্টার্লিং কিছুটা আশার ঝলক দেখালে শেষ পর্যন্ত হতাশাতেই পুড়িয়েছেন।

আরও পড়ুন…সরকারকে ধাক্কা দিয়ে সরাতে হবে: মির্জা আব্বাস

১১ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হন স্টার্লিং। এরপর চারে নেমে হ্যারি টেক্টর খেলেছেন ১৬ বলে ৯ রানের ইনিংস। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩০ রান।

এরপর ভারতীয় বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি আইরিশরা। ৩১ রানে ৫ উইকেট হারানো আইরিশদের শেষ পর্যন্ত টেনে তুলেন ৮ নম্বরে নামা ব্যাটসম্যান ব্যারি ম্যাকার্থির। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ সর্তকতার সঙ্গেই করেন দুই ভারতীয় ওপেনার যশস্বী জাইসওয়াল এবং রুতুরাজ গাইকোয়াড। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যান দলের রানের চাকা। তাদের উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪৬।

আরও পড়ুন…আমি পিএসজিতে যেতে চাইনি: মেসি

এরপর ২৩ বলে ২৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন জাইসওয়াল। তিনে নেমে গোল্ডেন ডাক মেরে বসেন তিলক ভার্মা। এরপর ভারত ৬ দশমিক ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলতেই নামে বৃষ্টি। পরে বৃষ্টি আর না থামায় বৃষ্টি আইনে ২ রানে জয় পায় ভারত।

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণার অভিষেক হয়েছে। অভিষিক্ত এই পেসার ৩২ রান খরচায় জোড়া উইকেট শিকার করেছেন। অন্যদিকে স্পিনার রবি বিষ্ণুই নিয়েছেন ২ উইকেট।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us