জাতীয় শোকদিবসের আলোচনা শেষে ইবি ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, গুরুতর আহত ৫
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতার ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কর্তক আয়োজিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে “মৃত্যুঞ্জয়ী মুজিব” শীর্ষক এক আলোচনা সভা শেষে ইবি ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষ ঘটে।
এ সংঘর্ষে গুরুতর আহত হয় ২ জনসহ মোট ৫জন। এর মধ্যে ছুরিকাঘাতে আহত একজনসহ দুইজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চের সম্মুখে, আমতলায়, আমবাগানে ছাত্রলীগের দায়িত্বরত নেতাকর্মীসহ অনুসারীরা প্রায় ঘন্টাখানিক কয়েক দফায় সংঘর্ষে লিপ্ত হয়।
আরও পড়ুন…আমাদের রক্তে লেখা স্বাধীনতা, কোন চক্রান্তের কাছে পরাজিত হতে দেব না- মাহবুবুউল আলম হানিফ
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠানশেষে মিলনায়তনের বাইরে নেতাকর্মীরা সমাবেতের সময় ছাত্রলীগের একপক্ষ অতর্কিত হামলা চালায়। এসময় জিয়া হল ছাত্রলীগ নেতাকর্মী ও শেখ রাসেল হলের নেতাকর্মীদের মাঝে চরম সংঘর্ষ ঘটনা ঘটে।
এ সংঘর্ষে ব্যবস্থাপনা বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিবের ছুরির আঘাতে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুক্তারিক আহমেদ সাবিক আহত হয়।
এ বিষয়ে আহত মুক্তারিক সাবিক বলেন, সিঁড়িতে নামার সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে ম্যানেজমেন্ট বিভাগের কিছু শিক্ষার্থী এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আকিব নামের শিক্ষার্থী আমাকে ছুড়িকাঘাত করে। পরে আমার বন্ধু ও সিনিয়ররা আমাকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে যায়।
তবে ছুড়িকাঘাতের ঘটনা অস্বীকার করে ব্যবস্থাপনা বিভাগের অভিযুক্ত শিক্ষার্থী আকিব বলেন, একজন শিক্ষার্থী হিসেবে আমি কখনোই ছুড়ি নিয়ে ক্যাম্পাসে যেতে পারিনা। উল্টো আমার উপর অতর্কিতভাবে কিছু শিক্ষার্থী হামলা করে। আমি কোনোরকমে ওখান থেকে বেঁচে রুমে এসে আশ্রয় নেই।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.