২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ইবিতে র‍্যালি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি:

২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্ত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।

Islami Bank

র‌্যালি শেষে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

আরও পড়ুন…আইডিয়ালের ছাত্রীকে বিয়ে করে আলোচনায় খন্দকার মুশতাক

এসময় তার সাথে ছিলেন প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান।

পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি ও শাখা ছাত্রলীগসহ বিভিন্ন হল, পরিষদ ও অনুষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

one pherma

পরে আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, এই ২১শে আগস্ট তৈরীর পিছনে রয়েছে ২০০১ থেকে ২০০৬ সালের শাসন৷ এই শাসনে কি ঘটেছিল তা আমরা জানি।

তৎকালীন সরকারের প্রত্যক্ষ মদদে এই গ্রেনেড হামলা পরিচালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে নিঃশেষ করে দেওয়ার উদ্দেশ্যে এ হামলা করা হয়।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us