রাজধানীর বনানী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বুধবার

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপনের জন্য আগামীকাল বুধবার (২৩ আগস্ট) রাজধানীর বনানী এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Islami Bank

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আরও পড়ুন>> প্রতারক ও মানব পাচারকারী শিপন বিদেশে গোয়েন্দা সংস্থার নজরে

one pherma

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামী ২৩ আগস্ট, ২০২৩ তারিখ বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বনানী এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও উল্লেখিত সময়ে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us