সারাদেশে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বুধবার দলটি এ বিক্ষোভ মিছিল করে। ঢাকায় দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা আদায় করতে না দেয়া এবং গায়েবানা জানাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে তারা।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ভোলা, গাইবান্ধা, কুমিল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা, টাঙ্গাইল, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী মহানগরী, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে।

আরও পড়ুন>> সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু: রাষ্ট্রপতি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করে জামায়াত। মিরপুর সাড়ে ১১ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিরপুর-১১ বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মু. আতাউর রহমান সরকার ও নাছির উদ্দীন, ছাত্রনেতা সালাহউদ্দীন প্রমুখ।

মাহফুজুর রহমান বলেন, আল্লামা সাঈদীকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার বাস্তব প্রমাণ হলো তার শাহাদাতের পর তার ঢাকায় নামাজে জানাজা করতে দেয়া হয়নি। যারা গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার নানাবিধ জুলুম-নির্যাতন চালিয়েছে। একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সহস্রাধিক মুসল্লিকে আটক করেছেন। এমনকি আল্লামা সাঈদী শাহাদতকে কেন্দ্র করে শোক প্রকাশের কারণে দলীয় নেতা-কর্মীদের বহিষ্কার করা হয়েছে।

তিনি জাতির উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, দেশে কি গৌর গোবিন্দের শাসন চলছে যে, একজনের জানাজা করা যাবে না? তিনি সময় থাকতে সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিয়ে শোকাহত জনতার ওপর জুলুম-নির্যাতন বন্ধের আহ্বান জানান।

 ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us