নরসিংদীর শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাসিরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন>> ২ প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

one pherma

হাইওয়ে পুলিশ জানিয়েছে, শিবচরের ঘাসিরদিয়ায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাকসহ চালককেও আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃষ্টির কারণে হাইস গাড়িটির চাকা ফেটে যায়। এতে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us