বিএনপির কালো পতাকা মিছিল চলছে

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল শুরু চলছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকাল চারটার দিকে এ  মিছিল শুরু হয়। নয়াপল্টন থেকে শুরু হয়ে মিছিলটি দয়াগঞ্জে শেষ হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই মিছিলের উদ্বোধন করেন।

Islami Bank

আরও পড়ুন>>  বৃষ্টি উপেক্ষা করে চলছে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে দলটির এই নেতা বলেন, সরকারের পতন না হলে আমরা কেউ ঘরে ফিরে যাবো না। আপনারা রাজপথে থাকবেন তো? রাজপথে থেকেই একদফা দাবি আদায় করতে হবে।

one pherma

এর আগে কালো পতাকা মিছিলে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতা-কর্মীরা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us