আওয়ামী লীগ সরকারের ওপর দেশের মানুষের আস্থা নেই : মঈন খান

ইবাংলা প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের ওপর দেশের মানুষের কোনো আস্থা নেই। তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে। এই সরকার শুধু অর্থনীতিতে ব্যর্থ হয়নি, তারা কূটনীতিতেও ব্যর্থ।

সোমবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আলোচনা সভায় তিনি একথা বলেন।

আরও পড়ুন…বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

ড. আব্দুল মঈন খান বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করার কারণে ব্রিকসের সদস্য হতে পারেনি। তারা বলছে- সরকার গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাকশালে নয়। আমরা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমরা শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো।

ভালো নির্বাচনের যে প্রত্যাশার কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছেন, তাতে ভরসা পাচ্ছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

তিনি বলেন, দেশ স্বাধীনের ৫০ বছর পরও বলতে হয় আওয়ামী লীগ সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে। দীর্ঘ সময় ধরে তারা স্বৈরাচারী শাসন করে যাচ্ছে। এই আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণ তাদের প্রশ্ন করবে, তারা কেন দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা গঠন করেছে।

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব‌্য রা‌খেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু নাসের মো. রতমাতুল্লাহ প্রমুখ।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us