শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: লিয়াকত শিকদার

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. লিয়াকত শিকদার বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলেই আমাদের মধুখালীর উন্নয়ন, শিক্ষা, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি নিশ্চিত থাকবে।

Islami Bank

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ফরিদপুরের মধুখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন>> জামায়াত নিবন্ধন পাবে কি না সেটা ইসি দেখবে: পরিকল্পনামন্ত্রী

one pherma

তিনি বলেন, এই মধুখালীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরের যে উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন ধরে রাখতে হলে মধুখালীবাসীর কাছে অনুরোধ থাকবে আপনারা বঙ্গবন্ধুর আদর্শের মার্কা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয় করে এমপি বানাবেন।

এ সময় অন্যান্যের মধ্যে গণসংযোগে উপস্থিত ছিলেন- সাবেক ছাএলীগ নেতা শাহরিয়া রুমি রনি, পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার তৌফিক শরাফী সেতু, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আজাহার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আলমগীর হোসেন, ঢাকা মহানগর উওর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিষায়ক সম্পাদক হেদায়েত হোসেন আকাশ, বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মানিক চৌধুরী, সানজিত হাসনাত সৌরভ, আমিনুর রহমান, শেখ রইচ প্রমুখ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us