ইনজুরির কারণে বিশ্বকাপই খেলতে পারবেন না, এমন সম্ভাবনা দেখা দিয়েছিলো কেনে উইলিয়ামসনের ক্ষেত্রে। কিন্তু তিনি বিশ্বকাপের দলে শুধু ফিরলেনই না, অধিনায়ক হয়েই ফিরলেন।
তাকে অধিনায়ক করেই বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড।তবে এবার বিশ্বকাপের দল ঘোষণায় দারুন এক নতুনত্ব উপহার দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। জাতীয় দলের নির্বাচক, বোর্ড কর্মকর্তা কিংবা অধিনায়ক- কেউই ছিলেন না বিশ্বকাপের দল ঘোষণায়।তাদের হয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন ক্রিকেটারদের পরিবারের সদস্যেরা।
আরও পড়ুন…সফর শেষে ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট
চার বছরের ছোট্ট শিশু ম্যাহি ঘোষণা করছে, ‘১৬১, আমার বাবা কেইন উইলিয়ামসন।’ উইলিয়ামসন হলেন নিউজিল্যান্ড ওয়ানডে ইতিহাসের ১৬১ নম্বর খেলোয়াড়।
দলে সুযোগ হয়নি দুই পেসার কাইল জেমিসন-এডাম মিলনে ও ব্যাটার ফিন অ্যালেনের। বিশ্বকাপ দলে রাখা হয়েছে জেমস নিশাম ও উইল ইয়ংয়ের। অ্যালেনের জায়গায় সুযোগ হয়েছে ইয়ংয়ের। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার পরও দলে রাখা হয়েছে পেসার ট্রেন্ট বোল্ট ও নিশামকে।
পেস অ্যাটাকে জেনুইন চার পেসার রেখেছে নিউজিল্যান্ড। বোল্টের সাথে থাকছেন টিম সাউদি, লুকি ফার্গুসন ও ম্যাট হেনরি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ড্যারিল মিচেল ও নিশাম।
ভারতের উইকেটের কথা মাথায় রেখে তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের সাথে থাকছেন ইশ সোধি ও তরুন রাচিন রবীন্দ্র। অ্যাকিলিস ইনজুরির কারনে বিশ্বকাপ দলে সুযোগ হয়নি স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। তাতেই কপাল খুলেছে নিশামের।
এই নিয়ে চতুর্থবারের মত বিশ্বকাপ খেলবেন উইলিয়ামসন ও সাউদি। প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চ মাতাবেন মার্ক চাপমান, ডেভন কনওয়ে, মিচেল, গ্লেন ফিলিপস, রবীন্দ্র ও ইয়ং।
আগামী ২৮ অক্টোবরের মধ্যে ঘোষিত বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। ঘোষিত দলে পরিবর্তন আনতে হলে অনুমোদন লাগবে আইসিসির।
৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে খেলেছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
আরও পড়ুন…সংবিধানের বাইরে কিছু করার এখতিয়ার নেই ইসির
বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়ং।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.