শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে সৃষ্ট ভয়াবহ বন্যায় উত্তর আফ্রিকার লিবিয়ায় পূর্বাঞ্চলে এক হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও অনেক বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্বাঞ্চলীয় প্রশাসনের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এবং জরুরি কমিটির সদস্য হিচেম চকিউয়াত ফোনে সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, আমি দেরনা থেকে ফিরে এসেছি। সেখানে অবস্থা খুবই বিপর্যয়কর। মৃতদেহ সর্বত্র পড়ে আছে – সমুদ্রে, উপত্যকায়, ভবনের নিচে।
আরও পড়ুন>> মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিলেন হিরো আলম
তিনি বলেন, দেরনায় উদ্ধার হওয়া মৃতদেহের সংখ্যা এক হাজারের বেশি। তার আশঙ্কা, বন্যায় প্রাণহানির চূড়ান্ত সংখ্যা ‘সত্যিই, সত্যিই বড়’ হবে। তার ভাষায়, আমি অতিরঞ্জিত করে কিছু বলছি না। বন্যায় শহরের ২৫ শতাংশ এলাকা অদৃশ্য হয়ে গেছে। অনেক, অনেক ভবন ধসে গেছে।
লিবিয়ার সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র আহমেদ এল-মোসমারি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শুধুমাত্র দেরনাতেই মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। তিনি আরো জানিয়েছেন, সেখানে ৫ থেকে ৬ হাজার মানুষ নিখোঁজ আছেন। মূলত সেখানে পুরোনো দুটি বাঁধ ভেঙে গিয়ে এমন বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
লিবিয়ায় জাতিসংঘের প্রতিনিধি গ্যাগনন বলেছেন, দেশটির প্রচুর শহর ও গ্রাম বিপর্যস্ত হয়েছে। বন্যা হয়েছে। অবকাঠামো নষ্ট হয়েছে। প্রচুর মানুষ মারা গেছেন।
এই পরিস্থিতিতে ত্রিপোলিতে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত সরকার ত্রাণের আবেদন জানিয়েছে। তিন সদস্যের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সব বন্ধু দেশ ও আন্তর্জাতিক সংগঠনকে সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছি।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.