টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

Islami Bank

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুরে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক লিটন কুমার দাস। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর ২টায়।

আরও পড়ুন>>  জলবায়ু সংকট এড়াতে শীর্ষ ধনী দেশগুলোকে সৎ হতে হবে : প্রধানমন্ত্রী

one pherma

ফলে এই সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল। সবশেষ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর ক্রিকেটকে বিদায় জানান তামিম। এরপর প্রধানমন্ত্রীর আহবানে অসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দেন তামিম। এছাড়া স্কোয়ার্ডের ফিরেছেন অভিজ্ঞ তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us