সকাল থেকেই ঢাকার আবহাওয়া মেঘলা। মাঝে সূর্য উঁকি দিলেও মিলিয়ে যেতে সময় নেয়নি। কিছুক্ষণ বৃষ্টিও হয়েছে। সেই বৃষ্টি থামলেও আকাশ হয়ে আছে মেঘাচ্ছন্ন।
আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, ঢাকায় আজ দুপুর ২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। বিকেল ৩টায় বৃষ্টির সম্ভাবনা কমে আসবে প্রায় ৪৯ শতাংশে। এর পর থেকে রাত ১১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় ২০ শতাংশ। তবে বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। ঢাকার আশপাশের জেলাতেও অবস্থা একই রকম বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
প্রথম ওয়ানডেতে ৩৩.৪ ওভার বল হওয়ার পর মাঠে আর কোনো বল গড়ায়নি। বিরামহীন বৃষ্টিতে পুরো রাজধানীই তলিয়ে গিয়েছিল। তবে খেলা থামার আগ পর্যন্ত মোস্তাফিজুর রহমান আর নাসুম আহমেদের জাদু দেখা গেছে মাঠে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.